ঊনিশের ডাক
------মিঠু মল্লিক বৈদ্য
শত শহীদের রক্তে নিবন্ধিত তুমি
সোহাগ বিজরিত মুখের বুলি।
ঊনিশের বাহান্ন কিবা একষট্টি
মায়ের ভাষার হয়নি তিলাঞ্জলি।
রফিক,জব্বার করেছেন আত্মদান
ওপার বাংলার উন্মুক্ত রাজপথে।
ঊনিশে রূধির বাহে ভাসে বরাকভূমি
শহীদ হীতেশ,কানাই,কমলা;
সহস্র আত্মত্যাগ;মিলেছে সেদিন
বাংলা ভাষার সরকারী স্বীকৃতি,
অধিকার ছিনিয়েছে রক্তের বিনিময়ে
অস্তিত্বের ঠিকানা তোমাতেই মিশেছে।
গণতন্ত্রের দেশে একাধিপত্যের দাম্ভিক ফরকান
সাম্রাজ্যবাদী গোষ্টীর কূট কৌশল,
আবারও চাইছে ছিনয়ে নিতে
বাঙ্গালীর স্পন্দন,নাড়ীর বাঁধন।
বাংলা জাতীর অহংকার,মানস কামনা
কৃষ্টি সংস্কৃতির অমলিন রূপরেখা।
আত্মাদরের খাতিরে শতাব্দীর সেই ঊনিশ
আবার ফিরুক বাংলার বুকে,
অস্তিত্ব রক্ষার তাগদায় বিশ্বায়নের প্রতিরোধে-
রাষ্ট্র নীতির গন্ডী পেরিয়ে ঐক্যবদ্ধ-
বাঙ্গালী প্রতিবাদ তুলুক গড়ে,
অস্তিত্বের ঠিকানা তোমাতেই যেন মিশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন