সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

কাজী নিনারা বেগম

 

              শেওলার খাঁজ


                               ------কাজী নিনারা বেগম


ঢালু পাহাড়ি উপত্যকায় জন্মানো শেওলা,,

হোঁচট খেয়ে থমকে গেলাম আমি !

গড়িয়ে চললো রুক্ষ কঠিন পাথর।।

ভেবেছিল একটু ভালোবাসার উষ্ণ উত্তাপ সত্যিই কি আদর পাব কি?

"পাথরটি পথভ্রষ্ট" পাহাড়ি উপত্যকায় শেওলার খাঁজ পাথর ভাবল!!

 সবুজ শ্যামলিমায় রুক্ষ কঠিন বুকে চাপা বেদনা,,

 আবার শুরু হল গড়িয়ে চলা অনন্ত কাল ধরে।।

পাথরটি তার বুকে গহীন অন্তরালে একটি বেদনা দীর্ঘনিঃশ্বাস ,,

গড়িয়ে চলা এক ভালোবাসার শেওলা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন