কবিতার ভাঙো ঘুম
------অমল কুমার মাজি
মন ছাড়খার
কেঁপে ওঠে হাড়
কবিতার ভাঙো ঘুম।।
এ কালো আঁধার
ঘুচাও এবার
অমানিশা নিঃঝুম।।
কেন কাল গোনো
কান পেতে শোনো
কাঁদিছে সংস্কৃতি !!
অদ্ভুত হেন
মৌনতা কেন
চাওনা কি নিষ্কৃতি !!
শোনো ওহে কবি
বেচেছ কি সবই
কলম-কালি ও খাতা!!
আর কতকাল
তালে দেবে তাল
নত ক'রি উঁচু মাথা !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন