বরষা
------কিশোর কুমার ভট্টাচার্য
দাওয়ায় আছি বসি
দেখি তব শ্যামলী হাসি।
হে বরষা!
আরো চাই শ্যামলিমা
গগনে নাহি দেখি
মেঘের কালিমা।
কৃষক চাহিয়া তবে পানে
আকুল গলায় বলে,
আয় বরষা!
আয় নেমে।
মাঠ হইবে শস্য - শ্যামলা
তোর পরশে ;
মোদের শ্রম আর ঘামে।
আকুলতায় সাড়া দিয়ে
বরষা নামিল শেষে ধীর লয়ে
চাষি ভাই চালালো কোদাল,
চালালো লাঙ্গল,
উপ্ত বীজে সাজিলো
চারা তলা,
পাহাড়- টিলায় হইলো জঙ্গল।হে ধরিত্রী!
আষাঢ়ের প্রথমে তুমি ছিলে চাতকিনী ;
বারিধারা পান করি
আজিকে তুমি শস্য প্রসবিনী!
হে বরষা!
তুমি আসিও যথাকালে
থাকিও মোদের সাথে
সময়ের তালে তালে।
শ্রাবণের ধারা শেষে
ভ্রমিও ভিন্ন দেশে
ফিরিয়া আসিও পুনরায়
গ্রীষ্মের দহন শেষে।
রচনাকাল:- ৩০/৬/২০২১ ইং বুধবার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন