সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

রাজেশ ভট্টাচার্য্য


 

 তোমায় প্রয়োজন


         -------- রাজেশ ভট্টাচার্য্য


প্রিয় স্বামীজি,

আজ তোমায় বড্ড প্রয়োজন। 

তুমি বলেছিলে----

"তোমার রক্ত, তোমার ভাই"।

আজও তোমার বাণী দিয়ে

সজ্জিত হয় দেওয়াল কিংবা মঞ্চ। 

তোমাকে নিয়ে খই ফুটে, 

ছোট-বড়ো মঞ্চে, জনসম্মুখে।

কিন্তু কালো আর আলো হয় না, 

তোমার লেখনীর হাজারো প্রদীপে।

এইতো সেদিনের কথা--- 

রাতের অন্ধকারে যে ভবঘুরে 

ঢুকেছিল ডাস্টবিনের বুকে

দু'মুঠো খাবারের আশায়।

হে সন্ন্যাসী,  তোমার ভাষায় 

সেও তো তোমার রক্ত, তোমার ভাই।

পেটের তাগিদে তোমার দরজায়, 

হাত পেতে ছিল যে অসহায়, 

খালি হাতে ফিরিয়ে দিলে তাকে 

তিরস্কার আর ভর্ৎসনায়। 

সেও তো তোমার রক্ত, তোমার ভাই।

হে মহামানব, তুমি জাগ্রত হও, 

এই অমানবিক সংসারে 

আজ তোমায় বড্ড প্রয়োজন।



রচনাকাল :- ২৪/০৬/২০২১ ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন