সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বর্ণা দাস


 

             মেয়ে 


                          ------বর্ণা দাস


শুনো মেয়ে তোমার বড্ড বার ,

কথায় কথায় বুলি উড়াও ,

বিদ্যেধরী হবার ?


বাইরে যাওয়া বারন জেনো ,

চারদেওয়ালে আটকে থেকো , 

এতো পড়াশুনার কী দরকার  ?


দেখে কষ্ট হয় ভীষণ রকম  ,

শিখল বাঁধা পায়ের জখম ,

সে মেয়ে এটাই কী তার অপরাধ  ?


আওয়াজ উঠবে এবার সদলবলে ,

ছিন্ন করে পায়ের শিখল ,

পূরণ করবে মনের সাধ ।


আর চলবে নাকো দাবিয়ে রাখা ,

এবার বিদ্রোহেতে হবে দেখা ,

হুঙ্কারেতে আগুন পড়বে ঝরে ।


দেখবে সবাই নয়ন ভরে  ,

ঘরের মেয়ে ফিরছে ঘরে  ,

যুদ্ধক্ষেত্র জয় করে ।


সে নয় ছন্নছাড়া  ,

পাল্টে দিয়ে চিন্তাধারা ,

চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আবার ।

এই মেয়ে তোর বড্ড বার ,

এবারও কী বলবে আর ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন