সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

প্লাবন সরকার

              

                  পুরুষ


                             ------প্লাবন সরকার


পুরুষ এমনই যার হাতে আয়ের চাবি,

কর্মঠ হাত ক্লান্ত শরীর তবু মেটায় দাবী।

কর্ম শেষে ফেরেন ঘন গভীর রাতে,

সদা সংসারী মন বাজারের থলি হাতে।

পুরুষ এমনই ভালো থাকার করে অভিনয়,

শরীরে নানা রোগ,ক্লান্ত ধীর দেয় না সংশয়।

পাছে চিন্তায় পড়ে স্ত্রী সন্তান পরিবার,

একা হাতে সদা ব্যস্ত টানতে সংসার।

পুরুষ এমনই এক বস্ত্রে কাটে ঈদ পূজা,

হোক বহু পুরোনো ছেঁড়া ধুলোমাখা সোজা।

পুরুষ এমনই হাতে যার সমগ্র সংসারের সুখ,

কোনো কষ্টে সদরে কাঁদে না সে লুকায় ব্যথা দুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন