সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

সুজন দেবনাথ


 

             কলুর বলদ


                       ------সুজন দেবনাথ


পুঁজিপতিরা লুঠছে সমাজ

আর সমাজ পতিরা দেখছে।

অসহায় জাতি কুল হারিয়ে

নিয়ত পথেঘাটে শুধু মরছে।।


সবার আছে হারাবার ভয়

তাইতো রয়েছে সবে নিরব।

যাঁতাকলে কেহ খাচ্ছে পেষাই

তবুও হচ্ছে না ভয়ে সরব।।


পৃথিবী ভরেছে স্বার্থলোভে

দৃশ্য যত স্বার্থ বাদীর দল।

ক্ষমতা ফলিয়ে দরিদ্র ঘরে

শাসিত করছে যত দুর্বল।।


অসহায় জাতিও কলুর বলদ

নিয়ত খেটে মরছে দিবানিশি।

পাওয়াটা তাদের হোক না শুন্য

তবুও চায় একটু মুখের হাসি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন