সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

পুণ্ডরীকাক্ষ হাজরা (মুখোপাধ্যায়)


                   প্যারাডক্স


                ------পুণ্ডরীকাক্ষ হাজরা (মুখোপাধ্যায়)


যতোটা বিদীর্ণ ‘কর্ণ’ ততোটাই অভিমন্যু-জায়া : 

এই কি কাব্যের নীতি, প্যারাডক্স, মায়া ? 

কাব্যেও যদি হয় অন্যায় বোধি হয় জয়টা প্রধান–

 তৈমুর হিটলার তবে সপ্তরথী মতো হবে কাব্যের প্রাণ?


হিরোশিমা নাগাসাকি লেলিহান সেও এক অভিমন্যু বধ : 

জয়-রুট ওই কূট হার্মাদ দুর্নীতি কই আজ রদ ?

 যুগ-বধূ কাঁদে কতো হাত পাতো মর্মাহত অভিমন্যু বধূ - 

অবিরাম অশ্রু নাও ঝরে লাভা তপ্ত বিষ-মধু ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন