বর্ষা
------প্রসেনজীৎ সাহা
নব নব মেঘে আজ গুরু গুরু ডাক।
প্রকৃতি দেবী ধারণ করিলো নতুন সাজ।।
নব অঙ্কুরে আজ প্রাণ সঞ্চার করিলো বৃষ্টির কণা।
এ বৃষ্টি কি দেবী শতাক্ষীর অশ্রুকণা।।
বৃষ্টির ফলে পূর্ণ হলো কৃষকের শস্যভূমি।
এ যে আশীর্বাদ স্বয়ং মাতা শাকম্ভরী।।
বৃষ্টির দেবতা নাকি দেব পুরন্দর।
গ্রামে গ্রামে হয় নাকি তারই পূজন।।
তবুও ফসলের দেবী শাকম্ভরী।
যার সর্বাঙ্গে ভরে থাকে ফল-মূল, শাক-সব্জি।।
আষাঢ়ের বৃষ্টি ধারায় নদ-নদী হলো পরিপূরণ।
আজ ধরিত্রীর বুক ফাটা তৃষ্ণা নিবারণ।।
বৃষ্টি ধারায় আটদিক হলো জলে পূর্ণ।
শ্রাবণে দিন-রাত হলো একত্র।।
বর্ষা যে প্রকৃতির প্রাণের দেবী।
তাইতো বর্ষার আগমনে নাচে মত্ত ময়ূরী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন