চন্দ্রমা
------- সুপর্না কর
অপরূপ রূপের অধিকারী চন্দ্রমা তুমি,
তোমার ঐ রূপের ছটায় মোহিত হলাম আমি।
তোমার আলোতেই যে পূর্ণিমা রাত পূর্ণতা পায় ।
তোমার রূপ দেখে প্রকৃতিও যেন বাংলার গান গায়।।
তোমার স্নিগ্ধ আলোতে যেমন কেটে যায় রাতের অন্ধকার।
তেমনি তোমার জ্যোৎস্নায় কেটে যাক সবার মনের অহংকার।।
যতই বলুক না কেন সবাই চাঁদেরও কলঙ্ক আছে।
বেলাশেষে সেই নতমস্তক হতে হবে তোমার ঐ রূপের কাছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন