সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

শান্তশ্রী মজুমদার


 

     জল ও জীবন 


            ------শান্তশ্রী মজুমদার 


আমি জল বলি তাকে 

তুমি বলো জীবন 

কখনো সে মেঘ হয়ে ঝরে 

কখনো ঝর্ণার মতো। 


কখনো আঁকাবাঁকা নদী হয়ে বয়ে চলে কতো নামে। 

মনু, দেও লঙ্গাই গোমতী 

কখনো ঢেউ এর তালে তালে 

আছড়ে পড়ে বঙ্গোপসাগর থেকে আরবসাগরের কুলে। 


জল, কখনো থাকে কুয়োতে 

কখনো দীঘি,হ্রদ, বিলে। 


যখন দুই পাহাড়ের মাঝে 

টলটল করে শান্ত নীল আকাশতলে,

 তখন আমি ডাকি তারে ঝিল বলে। 


আমি তো প্রথমেই বলেছি 

তুমি ডাকো তারে  জীবন বলে। 


জীবন চলছে নানা রূপে 

শৈশব, কৈশোর প্রৌঢ়,বার্ধক্য। 

জলের মতোই তার বিচিত্র চলা। 


জল আর জীবন 

বহমানতার একটাই সঙ্গীত

 'আনন্দ '

অনন্তের সাথে মিলনের 

মেঘের সাথে পুর্নমিলনের উৎসব।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন