প্রিয় বাক্য
-----রাজেশ ভট্টাচার্য্য
প্রতীক্ষার অবসানে,
সুসংবদ্ধ ভাবে সাজানো
তোমার মুখে উচ্চারিত
ইংরেজি আটটি বর্ণ,
প্লাবিত করে দিল
আমার এই মরুর বুকে।
তোমার সৃষ্ট শব্দগুলোকে
আমি এখনো খুঁজি চারিদিকে।
শীতের তীব্রতা একদিন যাবে কমে।
কুয়াশার অস্পষ্ট প্রতিচ্ছবি হবে স্পষ্ট।
তোমার সৃষ্ট শব্দগুলো নিংড়ে
ছড়িয়ে দেবো পৃথিবীর বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন