পরশ
------প্রিয়াঙ্কা নন্দী
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মনিকা ,
স্তব্দ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা ।
আমার লিখন ফুটে পথ ভিড়ে ,
ক্ষণিক কালের ফুলে ।
চলিতে চলিতে দেখে যারা তারে ,
চলিতে চলিতে ভুলে ।
প্রজাপতি সেতো পরশ না গনে ,
নিমেষ করিয়া বাঁচে ।
সময় তাহার যথেষ্ট তাই আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন