আমার শেষ যাত্রা
------এলিনা সাহা
জীবনের শেষ যাত্রা টা কেমন হয় মা ?
বেদনা দায়ক
অশ্রু ঝরা বুক আচ্ছন্ন আর মুখে শব্দের আকারে দুঃখ প্রকাশ ৷
জীবনের শেষ যাত্রা টা কেমন হয় ?
সাদা এক থান কাপড় মোড়া , তুলসী চন্দন আর রজনীর মালায় শেষ যাত্রা শুরু ৷
শেষ যাত্রা র পথে নামতে হবে নিশ্চিত ৷
তবু কেনও পেছন থেকে ডাকা হয় বাবা একটি বার দাঁড়া ৷
সব মায়ার বন্দন ত্যাগ দিয়ে নেমেছি শেষ যাত্রায় ,
অন্য এক দেশের খুঁজে ৷
শেষ যাত্রা টা কেমন হয় মা ?
বছরের পর বছর বাড়িতে পা না রাখা মানুষ একটি বার মরা মুখ খানা দেখতে আসে ৷
কী সে যাত্রা নেই কোনও আনন্দ উল্লাস , শুধু অশ্রুজল আর অশ্রুজল ৷
কিন্তু আমি যে নতুন দেশে যাচ্ছি মা আনন্দে বিদায় দাও না ৷
অশ্রু ঝরিয়ে কী লাভ বল মা , মন কে বুঝিয়ে নাও মা ৷
কেউ একদিন আগে কেউ একদিন পরে ,
শেষ যাত্রা তো একদিন পাড়ি দিতেই হবে মা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন