স্বপ্ন
-----তপা মজুমদার
আমরা নবীন আমরা নুতন
আমরাই গড়বো সুপ্রভাত।
দেশের কার্যে দশের কাজে
আমরাই হবো ধারাপাত।
বিপদে আপদে লড়বো সবাই
লড়বো হয়ে ঐক্যবদ্ধ।
দেশের স্বার্থে আগামী প্রজন্মে
শিক্ষাই হবে মূলমন্ত্র।
সুশিক্ষিত মোদের সন্তান আজ
উদর পুরাচ্ছে অন্য কারও।
আমার দেশ দিশেহারা আজ--
নাম কামাচ্ছে বিদেশ আজও।
দেশের জ্ঞানী, গুণী -মহৎদের
দেশেই রাখার স্বপ্ন আজ।
দেশের কাজে রক্ত দেবো
পণ করেছি তরুণ আজ।
গড়বো সমাজ গড়বো নবাব
হরঘর হবে মৈত্রি স্বভাব।
জাগ্রত বিশ্ব হোক জাগ্রত আরও
এই আমাদের নৈতিক ভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন