বিবেকের নাথ
-------মিঠু মল্লিক বৈদ্য
তুমি কালের গৌরব,চিন্ময় জগদীশ্বর।
মুখে তোমার অগ্নিবানী,
চোখে দীপ্তি অংশুমালীর,
হাতে জীবনবোধের শঙ্খ,হে মহামানব
তুমি বিশ্বজননীর বরপুত্র।
তরুণ রক্তে জ্বালিয়েছিলে স্ফুলিঙ্গ
দৃঢ়আবেগে কান্ডারী সেজে।
দাবানলের মতো ছুটে গেছিলে পাশ্চাত্যে,
সদাশয়তা আর নির্ভীক চেতনায়
সুপ্ত বিবেকে করছিলে প্রেম জাগরণ।
গড়তে নবযৌবন বাজিয়েছিলে রণডঙ্কা
সিংহনাদে শুনিয়েছিলে মানবতার বানী।
চন্ডাল,মূর্খ,দরিদ্র সকলেরে বুকে তুলেছিলে টানি-
হিংসার বিনাশে প্রেমখঞ্জর হাতে।
তরুণ,আগামীর ধরোহর শিখিয়েছিলে সমাজেরে।
হে শঙ্কাহরক,নীরবে হরেছ শঙ্কা,
কল্মষ পৃথিবীর সকল অনাচারের শির
করেছিলে কর্তন,বোধিসত্ত্বের কেতন উড়িয়ে।
হে তরুণ বৈরাগী, দীপ্ত কন্ঠে গেয়েছিলে
জীবপ্রেমের অমিয় বানী।
জাতিভেদের কলুষতা মুছিয়ে
সামগান গেয়েছিলে শৈশবেই।
ওগো জ্ঞানী,তোমারি লাগি শিকাগোর মাটিতে
ভারতজননী হেসেছিলেন জয়ের হাসি,
পরের জন্য বেঁচে থাকা,শিখিয়েছে তোমারি জীবনী।
ওগো সন্ন্যাসী!তুমি বীর,অনাথের শ্বর।
আর্তের আর্তনাদ,জাগাতো মনোবেদনা
তোমার পতিত পাবন হৃদে।
অক্ষয়,অমর তুমি, বিনাশিবে তোমায় আছে কার সাধ্যি?
নগরে -প্রান্তরে,বিশ্ব-চরাচরে বাজে তোমারই বীণ
বিবেকের নাথ বিশ্বজয়ী বিবেকানন্দ তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন