সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

সুমনা ভট্টাচার্য্য



                                যোগ্যতার ইঁদুর দৌড়


                                           ------সুমনা ভট্টাচার্য্য


যোগ্যতার মাপকাঠি কি আমি আজও‌ বুঝে উঠতে পারলাম না। যোগ্য, অযোগ্যের পরিসীমায় সত্যি আজ আমি ক্লান্ত। এই মায়াময়ী পৃথিবীর যোগ্য সন্তানের প্রতিযোগিতায়  আমরা নিত্যদিনের প্রতিযোগী। অন্যের কাছে নিজের যোগ্যতার সিলমোহর পেতে গিয়েই কেটে যায় বেলা।  অন্তরাত্মাকে প্রশ্ন করতে ভুলে যাই আমি আমার কাছে কতটা যোগ্য। আমি কি আমাকে নিয়ে খুশি, আমার অন্তর আত্মা কি আমাকে নিয়ে তৃপ্ত অনুভব করে? না সেও কি আজ ক্লান্ত এই প্রতিযোগিতায় প্রথম হতে গিয়ে। আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়, তবুও হয়তো নিজেকে নিয়ে ভাবার সময় করে উঠতে পারিনা আমরা। এই বিশ্বায়নের যুগে আমরা হয়ে উঠেছি যান্ত্রিক। যান্ত্রিকতার  মধ্যেও নিজেকে নিয়ে একটু হলেও ভাবা দরকার, নিজেকে সময় দেওয়া প্রয়োজন। আমি যদি আমাকে নিজের জন্য যোগ্য করে তুলি, তাহলে হয়তো যোগ্যতার মাপকাঠিকে কিছুটা হলেও ছুঁয়া যাবে। নয়তো অন্যের কাছে নিজেকে প্রমান করতে করতে শেষ ঘন্টা বেজে যাবে, তবুও লড়াই শেষ হবে না। সত্যি দুনিয়াটা বড়ই আজব গোলকধাঁধায় ভরা। তাই যোগ্য, অযোগ্যের প্রতিযোগিতায় নাম না লিখিয়ে নিজেকে গড়ে তুলি এই পৃথিবী মায়ের সুসন্তান রূপে। অন্যের অযোগ্যতা প্রমান করার পেছনে না ছুটে, একে ওপরের পাশে দাঁড়াই। একে অন্যের সুখ দুঃখের সাথী হয়ে উঠি। এই পৃথিবী মায়ের যোগ্য সন্তান হই।



সুমনা ভট্টাচার্য্য

ধর্মনগর, উত্তর ত্রিপুরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন