সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

গোপাল দে



            চেনা ছন্দে


                           -------গোপাল দে


সেদিন মধ্যরাত্রিতে ও নির্ঘুম ছিল

চোখের দুটি পাতা।

স্বপ্নবিভোর দুই চোখে ক্রমশ

দুঃস্বপ্নরা বাঁধছিল হতাশার ডানা। 

মধ্যরাত্রির নিস্তব্ধতায় শিয়রে এসে দাঁড়িয়েছিল তীব্র আকাঙ্ক্ষা।

কুয়াশার চাদর ভেদ করে 

অন্ধকারের বীভৎসতার মাঝে

রঙিন আলো নিয়ে হঠাৎ তোমার উপস্থিতি। 

মনোবীণার তারে হঠাৎ ঝংকৃত হলো 

লক্ষ-কোটি সুরের তান। 

বিরহের তানপুরাটা শক্তি হারালো

আর বেজে উঠল সুরেলা এক বাঁশি। 

যে সুরে খুঁজে পেলাম আমার সব চাওয়া, আবদার আর তৃপ্তির স্বাদ।

চেনা ছন্দে আবার গতিময় হলো

ছোট্ট একটি জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন