আমার দেশ
-----কবিতা সরকার
নিবিড় ঘন কুঞ্জ ছায়ায়
আমার দেশে বংশী বাজায়,
আমার দেশ পুণ্যভূমে
স্মৃতির সাথে কোরান মেলে।
আমার দেশে সূর্য ওঠে
হরি- হজরত - যীশুর নামে,
আমার দেশে সন্ধ্যা নামে
মেলাদ আর সংকীর্তনণে।
হঠাৎ যদি বঙ্গবিভাগ
আসে কভু তাদের মাঝে,
ধর্ম ভুলে ঐক্যতানে
বাজবে তারা একই সুরে।
আবার যদি আঘাত হানে
ব্রিটিশ সম দমকা ঝড়,
শপথ আজও টের পাবে সে
ভারত মোদের মায়ের ঘর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন