" রত্ন প্রসবিনী ভারত মাতার কৃতি সন্তান
তোমায় মোরা হৃদয়ে স্থাপিয়াছি।"
হে মহামানবদ্বয়, নিবেদিলাম শতকোটি প্রণতি তোমাদের চরণে। জানুয়ারি মাস কি আমাদের কাছে শুধুমাত্র ইংরেজির বছরের প্রথম মাস ? না মোটেও না। এই মাসে জন্ম নিয়ে আমাদেরকে ধন্য করেছেন দুই মহামানব স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষচন্দ্র বসু। তবে এই ধন্য জীবন পূর্ণতা পাবে উনাদের প্রদর্শিত পথে জীবনকে অতিবাহিত করতে পারলে। তাছাড়া জানুয়ারি মাসেই পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল ত্রিপুরা, মনিপুর এবং মেঘালয় নামক তিন বোন।
প্রিয় পাঠক, সাফল্যের যাত্রাপথে আরেকধাপ এগিয়ে গেলাম আমরা। আপনাদের সার্বিক সহযোগিতা এবং উষ্ণ অভ্যর্থনায় অভিভূত হয়ে অনেক আশা এবং স্বপ্ন জড়িত দশমতম সংখ্যা নিয়ে এবার হাজির হলাম। সৃষ্টি বিলাসী মনের সুস্থতার দায়বদ্ধতা নিয়ে এবারের সংখ্যায় লেখনী ধরেছেন ত্রিপুরার কবি-লেখকদের সাথে দুই বাংলার কবি-লেখকরা। এক অসাধারণ প্রচ্ছদ এঁকে সংখ্যাটিকে অতুলনীয় করে তুলেছে আমার অত্যন্ত আদরের এবং প্রিয় ছাত্রী জয়া নাথ। সৃষ্টি বিলাসীদের সুস্থ মসির ঝংকারে পবিত্র হয়ে উঠুক এই ভবসমুদ্র, ভেঙে যাক কুসংস্কারের অভিশপ্ত শেকল। মহামানবদের আশীর্বাদ বর্ষিত হোক সকলের জীবনে। সার্থক হয়ে উঠুক মানব জীবন। আবার দেখা হবে, কথা হবে আগামী সংখ্যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা।
ধন্যবাদ, শুভেচ্ছা ও শ্রদ্ধা সহ-----
রাজেশ ভট্টাচার্য্য
সম্পাদক, সাহিত্য নয়ন
অসাধারণ এবং শিক্ষনীয় সম্পাদকীয়। অনেক অনেক অভিনন্দন সাহিত্য নয়নকে।
উত্তরমুছুন