স্মৃতি
------কিশোর কুমার ভট্টাচার্য
বৃদ্ধ দাদূ মেঘ পানে তাকিয়ে
বসে আছেন হয়ে আনমনা,
হয়তো মনে মনে গুনছেন
হাতে আছে আর দিন ক' খানা!
আকাশের বুকে ভেসে আসা মেঘরাশি
বাতাসের জোরে দূরে যায় সরে,
জীবন- আকাশের দিনগুলো
যাচ্ছে দূরে
মহাকালের নিয়মের সুরে।
আকাশপটের মেঘরাশি কত ছবিআঁকে,
কতো স্মৃতি হারিয়ে গেছে
জীবনের বাঁকে।
জীবন একটা হলেও
স্মৃতি আসে ভেসে অহরহ,
অতীতকে ভর করে চলছি
তাই- তো নিত্য- নতুন দেখছি প্রত্যহ।
কিশোর কুমার ভট্টাচার্য
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
দিনাংকঃ-০৮-৩-২০১২, শুক্রবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন