সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বর্ণা দাস



           নামহীন কাব্য 


                          ------বর্ণা দাস


শীতের বিকেল ডাক দিয়েছে  ,

উড়তে চাওয়ার এক ইচ্ছেঘুড়ি ।

দাগ কেটে চৌকাঠ পেড়লেই  ,

উঠবে ভেসে অচিনপুরের স্বপ্নতরী ।


সাদা-কালো আবছা ছাই জমেছে ,

নীলচে রঙের আকাশটায়  ।

দুপুরের সোনালী রঙ মুরছে গেছে ,

একমুঠো রোদের অপেক্ষায়  ।


মনের ঘরে এক বিরাট অসুখ  ,

তাও ইচ্ছে কুঁড়োয় নতুন বাহানা ।

কাঠগোলাপের গায়ে লেখা গল্প-চিঠি  ,

হারিয়ে ফেলা নামহীন ঠিকানা ।


রোজ জমানো স্পর্শকাতর অনুভূতিদের  ,

আমি কবর দেই নিজের হাতে  ।

নিয়ম ভেঙে আসতে চাওয়ার ইচ্ছেটা ,

আটকে পড়ে এক মস্ত বাধার দেওয়ালেতে ।

 

জল্পনাদের আস্কারাতেই কল্পনাতে 

জুড়তে থাকি একের পর এক শব্দ ।

যা ভাষায় প্রকাশ হয়নি কখনো  ,

একান্ত গোপনে তা লিখে রাখা এক নামহীন কাব্য ।



বর্ণা দাস

ধর্মনগর, উত্তর ত্রিপুরা।

২টি মন্তব্য: