নামহীন কাব্য
------বর্ণা দাস
শীতের বিকেল ডাক দিয়েছে ,
উড়তে চাওয়ার এক ইচ্ছেঘুড়ি ।
দাগ কেটে চৌকাঠ পেড়লেই ,
উঠবে ভেসে অচিনপুরের স্বপ্নতরী ।
সাদা-কালো আবছা ছাই জমেছে ,
নীলচে রঙের আকাশটায় ।
দুপুরের সোনালী রঙ মুরছে গেছে ,
একমুঠো রোদের অপেক্ষায় ।
মনের ঘরে এক বিরাট অসুখ ,
তাও ইচ্ছে কুঁড়োয় নতুন বাহানা ।
কাঠগোলাপের গায়ে লেখা গল্প-চিঠি ,
হারিয়ে ফেলা নামহীন ঠিকানা ।
রোজ জমানো স্পর্শকাতর অনুভূতিদের ,
আমি কবর দেই নিজের হাতে ।
নিয়ম ভেঙে আসতে চাওয়ার ইচ্ছেটা ,
আটকে পড়ে এক মস্ত বাধার দেওয়ালেতে ।
জল্পনাদের আস্কারাতেই কল্পনাতে
জুড়তে থাকি একের পর এক শব্দ ।
যা ভাষায় প্রকাশ হয়নি কখনো ,
একান্ত গোপনে তা লিখে রাখা এক নামহীন কাব্য ।
বর্ণা দাস
ধর্মনগর, উত্তর ত্রিপুরা।
খুব সুন্দর
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুন