মানব জীবাষ্ম
----কাজি নিনারা বেগম
মুখচ্ছবি সভ্যতার আবহমান এর স্বপ্নে পরের কথা,
জলে-স্থলে মানবতার ব্যক্তিগত অনুভূতি শেওলার খুঁজে জীবন নৌকা!
কে যেন কারও প্রতীক্ষায় অস্থির মানবজীবন,
প্রতীক্ষারত অবস্থায় মুমূর্ষু অর্ধমৃত যন্ত্রচালিত পিয়ানো!
সাদা শরীর সরলতার মধ্য ঢাকা মানবজীবন।
ঈশ্বর যেন চাঁদ ও সূর্যের পানেই জেগে আছে;
নয়ন পানে এই মহাবিশ্বের জেগে থাকা একটি নয়ন!
সরলতার মুখে ঢাকা বীভৎস ইঙ্গিত,
জীবনের অলিতে গলিতে বিষাক্ত চিহ্নিতকরণ।
এত সময়হীন ভাবে উঁকি মারছে জীবন
এই তুচ্ছ মৃত্যুর স্রোত জীবনকে গিভ অ্যান্ড টেক পলিসিতে
এটাকি কামের পিপাশা ,না কম্প্রোমাইজ ?
আলু মাখা তুলি দিয়ে খুঁজেছে মানবতার জীবন্ত জীবাশ্ম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন