"বসন্তের আগমনে"
-----অভিজিৎ দাস
আজ বসন্তেরি আগমনে,
লাগল দোলা বনে বনে।
উড়ছে পাখি ভাসছে মেঘে,
চেয়ে দেখো দূর গগনে।
দক্ষিণা বাতাস বহে সনসন,
আনমনা মন চাই ছুঁতে বন।
আজ রঙে অতল ধরণীতল,
মেঘলা আকাশে গুরুগর্জন।
আজ বসন্তেরি শুভ ক্ষণে,
ফাগুন লাগল বনে বনে।
তাই নতুন রঙে ঝলমলীয়ে,
সূর্য উঠেছে পূব-গগনে।
আজ বসন্তেরি অনুরাগে,
কোকিল ডাকে কুসুমবাগে।
নতুন ফুলের রং বাহারে,
পুরোনো আজ নতুন লাগে।
নতুন সুবাস নতুন আশা,
নতুন গানে নতুন ভাষা।
আজ বসন্তেরি রং লাগিয়ে,
নতুন সাজে ভালোবাসা।
আজ নতুন সুরে নতুন করে,
আবির রাঙা নতুন ভোরে।
ভালোবাসার পরশ দিয়ে,
বাঁধবো তোমায় নতুন ডোরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন