সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

কিশোর কুমার ভট্টাচার্য


 

            বসন্ত


                          ------কিশোর কুমার ভট্টাচার্য


বসন্তের প্রথম আলো 

দেখেছিলেম নব কিশলয়ে, 

 মাঘের শেষে মুষলধারা 

গ্রাম্যগৃহিনীর উলুধ্বনি

বরণ করে নিল বসন্তের প্রথম প্রভাতের অরুণোদয়। 

বসন্ত এলো ধরার বুকে

অঙ্কুরের বার্তা নিয়ে। 

বসন্ত আনে মানব মনে 

নব নব সৃষ্টির চেতনা। 

রুটির তাগিদ, রুজির তাগিদ 

তা তো থাকবেই!  

তা বলেতো কুহুতান 

বন্ধ হবেনা। 

বিহঙ্গ - বিহঙ্গীর প্রেম সুধা 

দেখে মনে মনে হাসে বসুধা।

  গাজনের দল কখন আসবে উঠানে -- বৃদ্ধ কর্তা বাবুর এ প্রশ্নে ভারি বিরক্ত 

 মুঠোফোনে স্থির চক্ষু  

ভবিষ্যৎ প্রজন্ম।

কী হবে গাজনের নাচনে

এসব কিছুই তো আছে ইউটিউব  আর ফেসবুকে। 

বৃদ্ধ  ফেলেন দীর্ঘ শ্বাস

হায়রে বসন্ত! 

তোকে নিয়ে কতই না ছিলো আনন্দ  

দোলের রং ও আজ অপছন্দের তালিকায় 

হায়! হায়! 

তবু   ---বসন্ত! 

তুই আসিস বারংবার , 

তুই বিনা নব নব সৃষ্টি 

স্থবির -- আঁধার। 



   

রচনাকাল :-২৭ শে  ফাল্গুন ১৪২৭ বাংলা,শুক্রবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন