বসন্ত
-----হেমন্ত দেবনাথ
বসন্ত মানে অনিন্দ্যসুন্দর যৌবন--
বসন্ত মানে কৃষ্ণচূড়ার আগুন।
বসন্ত মানে রূপ-রস-গন্ধ পরশে
অপূর্ব মোহনীয় আবেশ।
বসন্ত মানে দিগন্ত বিস্তৃত প্রান্তরপূর্ণ--
বিকশিত কুসুম-সুবাস,
বসন্ত মানে প্রকৃতির ঘুমভাঙা চোখে
নবকিশলয়ের ঘনশ্যাম রূপের অঞ্জন।
বসন্ত মানে সুমিষ্ট কোকিলের কুহুতান--।
বসন্ত মানে দক্ষিণের সমীরণ।
বসন্ত মানে দেহে-প্রাণ অভূতপূর্ব শিহরণ।
রঙের নেশা প্রগল্ভতায় মত্ত মাতাল বসন্ত।
ফাগুনের পরশে বসন্ত হয় জীবন্ত।
বসন্ত মানে একগুচ্ছ লাল শিমুল আর পলাশ।
বসন্ত করে না কাউকে নিরাশ।
বসন্ত জ্বালিয়ে দেয় দেশপ্রেমের শুচিশুভ্র অগ্নিশিখা।
হিংসায় মত্ত পৃথ্বীর বুকে বসন্তে অভিষিক্ত হয়
অনির্বাণ শিখা।
বসন্ত মানে উদার নীল আকাশের স্বচ্ছতা---
বসন্ত মানে সম্প্রীতি আর ঐদার্যৈর বারতা।
বসন্তের ফাগুনের রঙ দূর করে তমিস্রা,
বসন্ত মানে জ্যোতির্ময় ধ্রুবতারা।
রচনাকাল:- ০১/০৩/২০২১ ইং
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন