মাতাল চাঁদের আলো
------অমল কুমার মাজি
কে জানে কার খেয়ালখুশির উন্মাদনা
কবিকে আজ সারাটা রাত জাগিয়ে রাখে
গোপন ঘরে লুকিয়ে থাকা কোন বাসনা
কবির সাথে কাঙাল-চোখে তাকিয়ে থাকে।।
কেউ জানো কি ঘরছাড়া কোন বাউল কেন
আজকে হঠাৎ একতারাটার তার ছিঁড়েছে
তাকিয়ে দেখো বসন্ত-রাত আজকে যেন
মাতাল-চাঁদের আলোতে কার ঘুম কেড়েছে !!
কোন কবিতা কেমন ক'রে কাঁদায় কাকে
কোন রাগিনীর বিবাদি স্বর আজকে রাতে
কেমন ক'রে হারালো কে পথের বাঁকে
আর তো এসব জানার সময় নেই গো হাতে।।
প্রশ্নরা আজ বুকের মাঝেই উঠুক ঘেমে
এসব কথার জবাব তুমি নাই যদি পাও
দুঃখ কিসের হঠাৎ আঁধার আসলে নেমে
আপন ভুলে বিশ্ব পানে এবার তাকাও!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন