সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বর্ণা দাস


 

           আর কত ???


                          -----বর্ণা দাস


যে শহরে রোজ ঝড়ে যায়  ,

হাজার হাজার কলি ,

বাতাসে প্রবল দুর্গন্ধ ,

সে শহরে বসন্ত নাই বা এল। 

যে শহরে নেই কোনো স্বাধীনতা ,

ফুল ফোঁটা বারণ , 

সে শহর আমার বেরঙিন থাক ।

সে শহর আমার বড়োই কঠিন 

পাষাণ হৃদয় , ছিনিয়ে নেয় ফুলের কুঁড়ি আভরণ ;

নেই কোনো বিচার শাসন বারণ। 

আলোয় মোড়া রঙিন শহর ,

লাসেদের ছাই উড়ে রোজ  ,

চাই সে শহরে ভেঙে পড়ুক আকাশ ,

নামুক খুব জোর বৃষ্টি ,

ভেসে যাক সৃষ্টি ।

ভেসে যাক রাজার দেশ ,

ধুয়ে যাক সব ম্লান ,

মুছে যাক ফুলেদের ক্ষতচিহ্ন রেশ।

চাই সে শহরে আবার হোক নতুনের শুরু ,

ফুলে ফুলে হোক রঙিন , 

আমি কত দেখেছি মরা ডালে পাতাদের ঝড়ে পড়া দিন।

চোখে দুর্বিষহ যন্ত্রণা আছে জমে,

আর কত! আর কত সইবো? 

এবার বদলাতে হবে দিন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন