আর কত ???
-----বর্ণা দাস
যে শহরে রোজ ঝড়ে যায় ,
হাজার হাজার কলি ,
বাতাসে প্রবল দুর্গন্ধ ,
সে শহরে বসন্ত নাই বা এল।
যে শহরে নেই কোনো স্বাধীনতা ,
ফুল ফোঁটা বারণ ,
সে শহর আমার বেরঙিন থাক ।
সে শহর আমার বড়োই কঠিন
পাষাণ হৃদয় , ছিনিয়ে নেয় ফুলের কুঁড়ি আভরণ ;
নেই কোনো বিচার শাসন বারণ।
আলোয় মোড়া রঙিন শহর ,
লাসেদের ছাই উড়ে রোজ ,
চাই সে শহরে ভেঙে পড়ুক আকাশ ,
নামুক খুব জোর বৃষ্টি ,
ভেসে যাক সৃষ্টি ।
ভেসে যাক রাজার দেশ ,
ধুয়ে যাক সব ম্লান ,
মুছে যাক ফুলেদের ক্ষতচিহ্ন রেশ।
চাই সে শহরে আবার হোক নতুনের শুরু ,
ফুলে ফুলে হোক রঙিন ,
আমি কত দেখেছি মরা ডালে পাতাদের ঝড়ে পড়া দিন।
চোখে দুর্বিষহ যন্ত্রণা আছে জমে,
আর কত! আর কত সইবো?
এবার বদলাতে হবে দিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন