সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

ভবানী বিশ্বাস

       

     জানি না কেমন আছি


                           ----ভবানী বিশ্বাস 



 জানি না কেমন আছি? 

চেয়ে দেখো একবার..! 

আমার ভেতরে চলছে প্রবল বর্ষন, 

অনেকদিন ধরেই অবিরাম বারিধারা। 

প্রতিনিয়ত লড়াই চলছে আমার সাথে আমার। 


জানিনা কেমন আছি? 

 তপ্ত রৌদ্রে ঘোর অমাবস্যার 

কালো অন্ধকারে ঢাকা পরে আছে

আমার ভগ্ন হৃদয়। 


চেয়ে দেখো তুমি.. 

আমার ভেতরের সব অঙ্গপ্রত্যঙ্গ

গভীর তন্দ্রায় আচ্ছন্ন।

মনে লেগেছে বিরাট হতাশা, 

কোথাও জং,আর কোথাও 

মরুভূমির শুষ্ক বায়ু। 

বুঝতে পারছি না ঠিক কেমন আছি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন