সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

রাজেশ ভট্টাচার্য্য


 

        অপেক্ষা


             ----- রাজেশ ভট্টাচার্য্য


কেমন আছো ?

মনে পড়ে আমার কথা ?

মনে পড়ে সেই রঙিন দিনগুলোকে ?

কতো বসন্ত কাটিয়েছি দুজনে।

চার-চোখ ভরে দেখেছি কত স্বপ্ন।

আজ সবই পড়ে আছে,

যত্ন নির্মিত স্মৃতির পাতায়।

মনে পড়ে বৃষ্টি ভেজা দিনগুলোর কথা ?

হঠাৎ মনে পড়ে গেলো

সেই বসন্তের কথা।

হলুদ শাড়ী পড়া তোমার দেবী রূপকে

আমি রাঙিয়ে দিয়েছিলাম।

তোমার শুভ্র ললাটের স্পর্শ

আজও অনুভব করতে পারি।

আজ সবই ঢেকে আছে

অভিশপ্ত কুয়াশার চাদরের তলায়।

আমি একা বসে আছি,

আগামী বসন্তে তোমার 

ফিরে আসার অপেক্ষায়।

1 টি মন্তব্য: