সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

কাজী নিনারা বেগম


 

         আর্শি


                  ------ কাজী নিনারা বেগম


কে আমি? 

আমি তো আমি নই! 

দীর্ঘ চল্লিশ টি বসন্ত ধরে দেখছি। 

ললাটের উপর পরিপক্ক চুলগুলো ....

 আজ যেন যুবতী হয়ে যাওয়ার অভিনয় করে।

আরশি হয়তো আমাকে দেখলে লজ্জিত বোধ করে!

তখন নিজেকে দেখলে বড্ড অচেনা লাগে।

দিন দিন নিজেকে পাল্টে যেতে দেখে স্তম্বিত হই। 

মুখ ফিরিয়ে নিলাম অজানা আতঙ্কে।

আরশি জানতে চায় ......

পালিয়ে যাবে কোথায় ?

ঠিকই তো যাবো আর কোথায় ...

যেখানে ঠিক শুরু হয়েছিল...

ঠিক সেখানেই পৌঁছে গেছি।

সান্ত্বনা দিলাম ....

সব মিথ্যা অভিযোগ,

পালাবো কেন?

আজ যেন সব চুপচাপ শত আওয়াজে ও সাড়া নেই।

খানিক বিরক্ত হলাম আমি

আহ্ কেন জানি এসেছি 

এই ভবের বাজারে,এই স্বার্থপর জগতে 

মিথ্যা ভাল থাকার অভিনয় করে 

রঙ্গিন পর্দা টেনে যাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন