সময়ের স্রোতে
---------দিলারা বেগম
সেই যে তোমার আঁচল তলে মুখ লুকাতাম
ভাবতাম 'মা' আমার আস্ত একটা পৃথিবী,
তোমাকে নির্ভর করেই কেটে যেতো দিনরাত্রি
নিরাপদ স্বর্গের আমি যেন ছিলাম অভিযাত্রী।
সময়ের স্রোতে পাল্টে যেতে থাকে জীবনের ধারা
ধীরে ধীরে নির্ভরতা হারাতে থাকে একে অন্যের উপর,
রূপকথার গল্পগুলো ভেঙ্গেচুরে একাকার হয় যখন
অন্তঃপুরের ইচ্ছেদের হয়না আর বিলাসী জীবন।
হয়তো আমি ও একদিন তোমার জায়গা নিলাম দখল
জগতের ভুল মায়ায়,ভুল ছায়ায় দেখি ফেরারি মন,
হয়ে যাই ভিন্ন অনুভুতির শূন্য ফলাফল
এই তো জীবন, বেলা শেষে হিসেব মিলেনা তখন।
প্রয়োজনে অন্যত্র অবরোপণ করতে হয় আদরের ধন
নোনাজলে ধুয়ে যায় কিছু দিনক্ষণ, প্রহর,
একাকী বসত ভিটায় দীর্ঘশ্বাস হয় প্রাপ্তি তখন
সব হারিয়ে বেঁচে নেয় অবিন্যস্ত জীবন করে কর্তব্য সাধন।
চলতে চলতে পথ কখন যে থেমে যায়
কত না বলা কথা না বলায় রয়ে যায়,
অপেক্ষার প্রহর গুনে বেঁচে থাকে মানুষ
অনিশ্চিত ভাবনায় উড়ায় রঙ্গিন ফানুস।
সব প্রতিকূলতা অতিক্রম করে যখন ফিরতে চায় নীড়ে
সর্বসুখের মনোহারী রং হারায় যেন মহাকালের ভীড়ে,
সব কথা ইতিহাস লিখেনা কিছু হারিয়ে যায় অজান্তেই
সব স্মৃতি কেউ ধরে রাখেনা তলিয়ে যায় মৃত্যুর মিছিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন