বিজয়ী বসন্ত
------কবিতা সরকার
দীর্ঘ সময় পরে আসিয়াছে বসন্তরাজী
আপনার ঘরে,
দক্ষিণা পবন বহে রাজটীকা
উত্তরে তাই পড়েছে যবনিকা।
ক্ষণে ক্ষণে বায়ু উঠছে গেয়ে
নতুনের সুরে বৈশাখী রাগে,
শীত তাই নিয়েছে বিদায়
ভারাক্রান্ত হৃদয়ে।
পাতা ঝড়ার শেষে উদাসী কাননে
মঞ্জুরী উঠেছে ভরে নব কিশলয়ে,
প্রত্যুষে রবির কিরনে
কোকিলাও নিয়েছে শকল কাকলি সভাতে।
প্রতিক্ষা শেষে ঋতু অবসানে
বসন্ত..............
করিছে বিজয় ঘোষণা
তার অব্যক্ত ভাষণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন