সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

গোপাল বনিক

      

                    আজব প্রশ্ন


                                 ------গোপাল বনিক


নানা রকম প্রশ্ন কত সদাই মনে জাগে

রহস্য সব বোঝার চেষ্টা করিনি তো আগে?

কেটলিতে জল গরম হলেই করে হিস্ হিস্

জল ফুটতেই কেটলিতে আর বাজেনা কেন শিস?

জ্বাল দিলে দুধ উথলে উঠে গড়িয়ে পড়তে চায়

চামচ ডুবালেই উপচে পরা কিভাবে  আটকায়?

হাওয়া পেলেই আগুন জ্বলে ভীষণ ভাবে

কিন্তু বেশি হাওয়ায় মোমবাতির শিখা কেন নিভে?

নরম কাদায় ভারী ট্রাক্টর দিব্যি চলে যায়।

কিন্তু চাষী ও তার গরুর পা কেন ডুবে যায়?

কেউ বলে এইসব আবার প্রশ্ন হলো নাকি?

সাধারণ সব বিষয় গুলি এতো ভাববার কি?

সাধারনের মধ্যেই আছে অনন্যসাধারণ,

অনুভূতির আলোয় সে সব হউক উন্মোচন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন