সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কুমকুম দে

 মেঘবৃষ্টির গল্প

         -----কুমকুম দে 


কান্নাগুলো ভীষণরকম দামি,

কান্না গুলো শুধুই একা আমার,

নাগাল পাওয়ার সময় গেছে চুরি,

মন পড়ার ইচ্ছে নেইকো তোমার।


আমি এখন বৃষ্টি বৃষ্টি নদী,

সময় হলে জল ছুঁয়ে দাও যদি,

দেখবে শুধুই ধু ধু মরুর বালি,

মুহূর্তরা খরা দেবে খালি।


ক্যাকটাস আর খেজুর কাঁটার বন,

দূর প্রবাসে ছুটন্ত এক মন,

পাহাড় ডিঙিয়ে ঝড় যদি এক আসে,

মেঘ বৃষ্টি এক হয়ে তবে মেশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন