অর্ঘ্য
-----কণিকা দাস
যতবার এই পথ ধরে এগিয়ে চলি
যতবার ধসের পাশে এসে দাঁড়াই
ততবার আমার মনে জাগো তুমি নব নব রূপে।
বুকের ভেতর লাবডুব শব্দটা
তোমাকে আরো আপন করে নেওয়ার,
আরও ভালোবাসার আকুতি জানায়।
ঐ যে সাদা মেঘ ছুঁয়েছে তোমার কপোল
ঐ যে তিরতির ঝরে পড়ছে অভিমানী অশ্রু...
সেখানে ধ্যানে কাটাতে চাই কিছুটা সময়।
বিধ্বস্ত জীবনের হাহাকার পৌঁছে না কোন
সুখী মানুষের অন্তরমহলে।
ওরা তোমায় নিয়ে কাব্য করে, গান বাঁধে
ওরা শুনতে পায়না তোমার দগ্ধ বুকের হাহাকার।
তোমার মাঝে দেখতে পাই
আমার যন্ত্রণাঘন হৃদয়ের প্রতিচ্ছবি
তাই বারবার ছুটে আসি তোমার স্নেহছায়ায়
বারবার তোমার ছোঁয়ায় নবজন্ম লাভ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন