প্রেরণা
------রমেন্দ্র নাথ
তোমারি অনুপ্রেরণায়
এগিয়ে চলছি–
হয়তো তোমার মত
সফলতার শিকড়ে
যেতে পারবো না,
হয়তো বা
তোমার অসীমতার সীমানা পারবো না ছুঁতে,
যতটুকুই উৎসাহে
এগিয়ে চলেছি
এটা আমার কাছে
বিরাট প্রাপ্তি।
একটু একটু করে
এগোতে যাক না কেটে
শত -সহস্র বছর
তবু আমি তো
হবো না বুড়ো,
থাকবো
তোমারই মতো কিশোর।
পর্বতারোহী হয়ে
গুটি গুটি পায়ে
যাব এগিয়ে।
হয়তো বা
নদী-ঝর্ণার মতো
দ্রুতগামী হবে না
আমার গতিবেগ,
তবুও সৃষ্টিকর্মে
স্রষ্টার সবুজ সতেজ প্রেরণা,
এটাই আমার কাছে
বড় পাওনা।
হয়তো বা
হতাশার তাপে
শুকিয়ে যাওয়া
ভাবনাগুলি
ভাবনা হয়েই থেকেছিল!
যদিও কিছুটা
সিক্ত হয়ে
ডানা মেলেছে ,
প্রেরণার আর্দ্রতায়,
এটাই বা কম কিসে?
রচনাকাল:- 20-07-2023
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন