সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

জ্যোতির্ময় রায়

 বন্ধুবৎসল

         ------জ্যোতির্ময় রায়


মৃত্যু আমাকে চিনেছে ভালোই

নিত্য রেখেছে নজরে । 

ঠিক সময়েই টেনে নেবে বুকে

থামবে না আপত্তি ওজরে ।। 

জন্ম থেকেই চিহ্নিত আমি

চিনে সে আমার ঠিকানা । 

কখন আসবে কাছেতে আমার

আছে তো তাহার জানা ।। 

আমিই চিনি না মৃত্যুটা কী

কী তার অবয়ব । 

শুধু দেখেছি কবর কিংবা 

চিতায় শায়িত শব ।। 

এটুকু ধরেছি জন্মমৃত্যু

পাশাপাশি পথ চলে । 

সঠিক সময়ে জীবন ছাড়ায়ে

মৃত্যুতে পড়ে ঢলে ।। 

জন্ম-মৃত্যু যুগলেই চলে

একক নয় তো কেউ  । 

জন্মের পরেই মৃত্যুঠিকানায়

আছড়ে পড়ে সে ঢেউ  ।। 

জন্মটা আমার সফেদ কাগজে

আগুন ফাগুনে যাওয়া

মৃত্যুটা আমার বন্ধু বৎসল

বৃহত্তমকে পাওয়া  ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন