সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

কিশোর কুমার ভট্টাচার্য

 নীলের পরশ

        ------কিশোর কুমার ভট্টাচার্য 


ঐতো সেদিন নীলশাড়ি 

করে পরিধান,

বলেছিলে, চলো,চলো

যাবে কোন্ স্থান? 

আমি তো ভাবতেও পারিনি 

তুমি যে হঠাৎ করে 

পড়বে এসে আমার কাছে

দাঁড়িয়ে ফটো উঠবে 

আমার পাশে। 

নিজের দিকে দেখি চেয়ে  

কোন্ কাকতালীয় ঘটনায় 

আমার অঙ্গাবরণ নীল বর্ণের, 

তোমার শ্বেতাঙ্গে নীল 

আমার দৃষ্টিকে করলো 

দূর আকাশে স্থির। 

সকাল থেকেই সূর্যের মেজাজ

বড়োই দাপটি,

নীল আঁচলে দিলে ঢেকে আমার মাথাটি।

পেট্রোল পাম্পের সামনে 

রাস্তার মোড়ে 

আধপড়া কড়ই গাছের 

ছায়া ছিলো 

অপেক্ষায় বোধহয় 

কবে জানি হবে

নীল আর নীলার উদয়।

ছায়ায় দাঁড়াতেই 

কোথা থেকে এলো চলে একখানি ছোটখাটো যান

মন খানি গেলো উড়ে 

নারকেল কুঞ্জে,

চায় দেখতে 

ডম্বুরের মাঝখান।

নীল ডম্বুরের দোলা নীচে

উপরে নীলাকাশ 

সাদা মেঘের বিছানা 

মন উদাসী কেনো জানি না।

কী যে হলো জানিনে

আজো ভুলতে পারি নে

চারদিকে দেখি নীলের ছোঁয়া।




 রচনাকাল :- ৩০/৭/২০২৩, রবিবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন