সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

অমলেন্দু চৌধুরী

 আমার মৃত্যু 

      ----অমলেন্দু চৌধুরী 


যখন আমি ভূমিষ্ট হলাম সদ্য প্রভাতে, 

এই সবুজ ঘরের আতুর ঘরে, 

আনন্দে মুখরিত আমার আগমনের পর, 

উলোধ্বনি, শঙ্খ বেজেছিল, 

মায়ের কোলে আমি এক নব রাজপুত্তুর, 

তখন সবাই হেসেছিল, 

কিন্তু আমি কেঁদেছিলাম। 

দিনে দিনে এসব রব, 

শৈশব কৈশোর যৌবনের পর সায়ন, 

আর আর সৃষ্টি মুখর আর 

এই তো আমার আনন্দ নিকেতন! 

তবে, দিন শেষে বিকেলে,

একদিন সবাই চলে গেলো, 

সবাই ভুলে গেলো, 

আমারও কিছুকিছু অগোছাল, 

আর রয়ে গেল যতো সব আয়োজন; 

কিন্তু, আমার প্রতীক্ষায় বসে আছে আমার প্রিয়জন, 

এই সত্য এই সত্য, 

আমার অন্তিম মুহূর্তে আমার বন্ধুবর, 

আমার যতো সাধ হলো শেষ, 

তার যে নেই কোন অবসাদ, 

যেতে হবে যেতে হবে, 

সে শুধু আমার প্রতীক্ষায়, 

আমার বন্ধু আমার মৃত্যু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন