নেই-নেই-নেই
-----অমল কুমার মাজি
পকেটে পয়সা নেই
বুকে ভালোবাসা নেই
ঠাম্মা দাদুরা নেই
আদর সোহাগ নেই
কপালে লটারি নেই
স্কুলে শিক্ষক নেই
এই আছি বেশ !!
নেতার সততা নেই
পাশ ফেল কিছু নেই
চাকরি-বাকরি নেই
চোরের অভাব নেই
মিথ্যার শেষ নেই
কোথাও শান্তি নেই
কি আজব দেশ !!
মন্ত্রীর দোষ নেই
ভাষণের শেষ নেই
মানুষের দাম নেই
ব্যবসায় লাভ নেই
শিল্পের আশা নেই
সঙ্গীতে সুর নেই
সব কিছু শেষ?
এর পরও কথা আছে
এখনও মানুষ আছে
এক বুক আশা আছে
রাত শেষে ভোর আছে
অকুলেরও কূল আছে
শুনি সন্দেশ !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন