আমি সেই মেয়েটা
----সংহিতা চৌধুরী
কপটতা মাকরসার রাজ্য দখলে সাম্রাজ্যের অধিকারী হয়
বাস্তবতা বাড়ি বদলে দ্বীপের এক কোনা বেছে নেয়,
সম্পর্করা এক সুতোয় যন্ত্রনায় কাতর, ছিঁড়তে চায় অসামাজিক সম্পর্ক।
পাঁকে পরে নদী ঘোলাটে হয়
অবশেষে যাত্রা শুরু এক নতুন নিয়মে।
অভিমান, অভিযোগ দরজায় দাঁড়িয়ে, ওরা কিছু বলতে চায়।
শকুনির সবকিছুই ব্যর্থ হয়
একদিন ধরা পড়ে, সব নষ্ট রাস্তায় চেপে যায়,
ঘোড়ার চামড়া পিতল বর্ণের রূপ নেয়।
আর কেউ নেই!
বোকা, অপদস্থ আমি সেই মেয়েটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন