সে আমার
------বিক্রমজিত ভট্টাচার্য (ঝলক)
বাড়ির সামনে দাড়িয়ে আছে একগাছ।
সে আমার শৈশবের স্মৃতির মূল্যবান টুকরো।
কাটা আর পাতার সবুজে
আমার জীবনের স্বপ্ন বোনে নির্জনে।
সে আমার উদাস দুপুর ,
পুকুরপাড়ে মুখরা বাতাস।
শুনশান হৃদয় নাড়িয়ে দেয়।
সে আমার গোধূলির চাঁদ
নীল আকাশে ভেসে ভেসে জ্যোৎস্না ছড়ায়।
সে আমার গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্হল।
সুখে দুঃখে বড় কাছে টানে আমায়।
------বিক্রমজিত ভট্টাচার্য (ঝলক)
বাড়ির সামনে দাড়িয়ে আছে একগাছ।
সে আমার শৈশবের স্মৃতির মূল্যবান টুকরো।
কাটা আর পাতার সবুজে
আমার জীবনের স্বপ্ন বোনে নির্জনে।
সে আমার উদাস দুপুর ,
পুকুরপাড়ে মুখরা বাতাস।
শুনশান হৃদয় নাড়িয়ে দেয়।
সে আমার গোধূলির চাঁদ
নীল আকাশে ভেসে ভেসে জ্যোৎস্না ছড়ায়।
সে আমার গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্হল।
সুখে দুঃখে বড় কাছে টানে আমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন