ভালো মানুষ
-------- পবিন্দ্র দেবনাথ
দাঁড়াও হে ভালো মানুষ! শোন আমার কথা।
তুমি হতে চাও ,ভালো? কিন্তু আমরা যে পাই ব্যথা।।
যতই তুমি চেষ্টা করো , ভালো হওয়ার লড়াই লড়ো ।
শত্রু তোমার পাছে আছে, নয়তো ছোট, মস্ত বড়ো !
তুমি যখন কর্মস্থলে সুনাম করতে চাও।
তোমার পাছে কত বাঁধা! তা কি দেখতে পাও ?
আমরা বানাই ফাঁকির বিধান , না বোঝেই করো প্রত্যাখ্যান।
তাতে তুমি বুঝতে চাও না , হয় যে মোদের অপমান।।
ভোগ-বিলাসের এ দুনিয়ায় , তুমি চলো উদাসীনতায় ।
আমরা কিন্তু খাবো-পরবো , মন যা চায় ।।
গরিব দেখলে হও আগুয়ান, দান করে চাও, হতে মহান?
গরিব মোদের কৃপণ ভাবে , হয় গো মোদের অপমান ।।
অনুসরণ করছো তুমি , স্বামীজি আর বিদ্যাসাগর।
আমরাও যে ভারতবাসী নই কো তাদের পর ।।
জানি মোরা , হতে পারবো না, স্বামীজির ন্যায়।
তাই তো স্বার্থের মায়া-জালে করি কত অন্যায়!
হতে পারবো না মোরা , পন্ডিত বিদ্যাসাগর।
চাকুরির তরে যে পড়ি , এই অল্প-বিস্তর ।।
বিদ্যাসাগর দয়ারসাগর দান করতেন অতি।
দয়ায় আপদ বাড়ে , এই তো মোদের ভীতি।।
সাদামাটা কাপড় পরো ! অতি সরল হয়ে চলো !
আমরা কি আর এমন করে চলতে পারি ? বলো---
তোমার নাই ভবিষ্যত্ চিন্তা, আমাদের তো আছে।
বৃদ্ধকালে টাকা না থাকলে , কেউ কি আসবে কাছে?
স্ত্রী-পুত্র-কন্যা কিংবা অন্য জ্ঞাতিজন ।
টাকা থাকলে সকলেই যে হবে গো আপন ।।
তাই তো বলি ,এসো বন্ধু , স্বার্থান্বেষী হও ।
স্বার্থবাদী আমরা যত, আপন করে নেও ।।
ভালো মানুষ এসব শুনে করজোড়ে কহে ।
ক্ষমা করো বন্ধুবর , আমি দীনহীনে ।।
শূন্য হাতে এসেছিলাম , জগত সংসারে ।
শূন্য হাতে যেতেই হবে আমাকে যে ফিরে ।।
জগত থেকে যা পেয়েছি জগতেই করবো দান ।
এসব কাজে ওগো বন্ধু করো না বাধাদান ।।
এসো বন্ধু, ধরো হাত , শপথ করি আজ ।
সমাজ ও দেশের সেবায় করবো মোরা কাজ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন