আবার বসন্তে
----মধুমিতা ভট্টাচার্য্য
বসন্ত এসে যাচ্ছো ফিরে ,
দাঁড়িয়েছিলে গলির মোড়ে,
তবু, দ্বার খোলে নি,
কেউ হাতটা বাড়ায় নি,
হাতে হাত ধরা যে বারণ ,
এই বসন্তে তাই বিষন্ন মন ।
কত কৃষ্ণচূড়া ফুটেছে
রঙ্গন পলাশও হাসছে,
তবু, আজ এই বসন্তে
তুমি -আমি দুই বৃত্তে ।
আটকা পড়েছি চিলেকোঠায়
বন্ধন, মুক্তির দু'টানায়,
বেলকোণিতে দাঁড়িয়ে থেকে
আঙুল নাড়ছি বিদায় শোকে,
তুমি এসো আবার ফাগুনে
পলাশ শিমুলের ভরাআগুনে ।
সকাল হাসবে, তুমি আসবে,
দেখা হবে বসন্ত উৎসবে ।
গৃহবাসী দ্বার খুলবে
হাতে হাত মিলবে ।
বন্ধ মন খুঁজে পাবে আবার
মুক্তির উদার পারাবার ।
----------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন