ভোরের হাওয়া
------নিরঞ্জন দাস
ভোরের হাওয়া মিষ্টি মধুর
প্রভাতপাখির গান।
ভোরের হাওয়া শিউলিতলা
কামিনী ফুলের ঘ্রাণ।
ভোরের হাওয়া খোকার প্রাণে
রবি ঠাকুরের গান।
ভোরের হাওয়া শ্রাবণ ধারা
রিমঝিম বৃষ্টি।
ভোরের হাওয়া বর্ষাকালে
অনাবিল সৃষ্টি।
ভোরের হাওয়া মনোহরা
লাগে ভারী বৃষ্টি।
ভোরের হাওয়া ফুলের বনে।
মৌমাছিদের খেলা।
ভোরের হাওয়া সাতসকালে
ফুল খুকিদের মেলা।
ভোরের হাওয়া উতল হাওয়া
ধীরে ধীরে বয়।
ভোরের হাওয়া নতুন দিনের
স্বপ্ন হয়ে রয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন