নিরাকার পাখি
-------রাজেশ ভট্টাচার্য্য
মায়ার বাঁধনে রেখেছি জুড়ে
নিরাকার পাখিরে।
জানিনে কখন যাবে যে ছেড়ে
নশ্বর দেহরে ।
কোন্ পথে যে যাবেরে তুই
কখন নেভাবে বাতি।
কোথা গিয়ে জুটাবে ঠাই,
কোথা জ্বালাবে বাতি ।
স্বর্গের বড় তুমি জননী-জন্মভূমি,
কখন হবে যে ছেড়ে যেতে।
মাগো তোমার কোলে বিলীন হবে-
মোর নশ্বর দেহ খানি।
এ-কি গো মা বিধাতার
এক নিষ্ঠুর রূপ খানি ।
(রচনাকাল:- ০৩/০৫/১৯৯৯)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন