নবার্কের দিনলিপি
------ জয়ন্ত দেবনাথ
সাতটি কথায় একটি কথা নবার্ক যার নাম,
শিক্ষা,দীক্ষা,সমাজ সেবায় থাকে দিবস যাম।
রবি,নজরুল, বিবেকানন্দর জন্মদিনের স্মরণ,
জাতি-ধর্ম নির্বিশেষে করেছি মোরা বরণ।
শিক্ষাঙ্গনে গেলাম মোরা প্রতিষ্ঠা দিবস যে দিন,
প্রবন্ধ লিখন প্রতিযোগিতায় ছিলাম মোরা লীন।
শ্রদ্ধায় স্মরণ করে নবার্ক মাতৃভাষা দিবস,
অধিকারের যুদ্ধে মোরা থাকব নাকো অলস।
মহিষাসুর মর্দিনীতে মহালয়া যাপন,
পাথেয় হল নবার্কের সকল শুভ আপন।
শারদীয়ায় নবার্ক জল করেছিল দান,
তৃষার্ত সব পরিজনেরা করেছিলেন পান।
নেতাজিকে জন্মদিনে জানাই প্রণাম,
বাপুজি-জয়ন্তীতে স্বচ্ছ্-ভারত অভিযান।
বৃক্ষরোপণ বনায়নে নবার্ক দিল মন,
পরিবেশের সঙ্গে হবে সুস্বাস্থ্য গঠন।
বাগদেবীর আরাধনা শুক্লা পঞ্চমীতে,
করি মোরা প্রতিবছর নবার্ক এর ভিতে।
করোনা-এর করাল থাবা রুখবে নবার্ক আজ,
বর্ষশেষে সুসংহত দৃঢ় যুদ্ধ-সাজ।
------ জয়ন্ত দেবনাথ
সাতটি কথায় একটি কথা নবার্ক যার নাম,
শিক্ষা,দীক্ষা,সমাজ সেবায় থাকে দিবস যাম।
রবি,নজরুল, বিবেকানন্দর জন্মদিনের স্মরণ,
জাতি-ধর্ম নির্বিশেষে করেছি মোরা বরণ।
শিক্ষাঙ্গনে গেলাম মোরা প্রতিষ্ঠা দিবস যে দিন,
প্রবন্ধ লিখন প্রতিযোগিতায় ছিলাম মোরা লীন।
শ্রদ্ধায় স্মরণ করে নবার্ক মাতৃভাষা দিবস,
অধিকারের যুদ্ধে মোরা থাকব নাকো অলস।
মহিষাসুর মর্দিনীতে মহালয়া যাপন,
পাথেয় হল নবার্কের সকল শুভ আপন।
শারদীয়ায় নবার্ক জল করেছিল দান,
তৃষার্ত সব পরিজনেরা করেছিলেন পান।
নেতাজিকে জন্মদিনে জানাই প্রণাম,
বাপুজি-জয়ন্তীতে স্বচ্ছ্-ভারত অভিযান।
বৃক্ষরোপণ বনায়নে নবার্ক দিল মন,
পরিবেশের সঙ্গে হবে সুস্বাস্থ্য গঠন।
বাগদেবীর আরাধনা শুক্লা পঞ্চমীতে,
করি মোরা প্রতিবছর নবার্ক এর ভিতে।
করোনা-এর করাল থাবা রুখবে নবার্ক আজ,
বর্ষশেষে সুসংহত দৃঢ় যুদ্ধ-সাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন