সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

সম্পাদকীয়


       হে বসন্ত, তোমার আগমনে  ফুটেছিল কত রাঙা পলাশ-কৃষ্ণচূড়া, ছিল আগুন ভরা কত শিমুলের মেলা। সবই ছিল। কিন্তু রাঙানো হল না প্রিয়জনদের। কেউ রাঙিয়ে দিল না আমায়। তাই ভারাক্রান্ত হৃদয়ে আমি আছি শুয়ে। তোমার বিদায়ের সময় গুনি। বসন্তের অপগতে নতুন প্রভাতে আমি স্বপ্নে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক বুড়ো বাঁধলেন গানেতে সুর-----" এসো হে বৈশাখ এসো এসো"। এই মহামানবের চরণে নিবেদিলাম শতকোটি প্রণতি। শিল্পী বেঁচে থাকে তার সৃষ্টির মাঝে।  মানুষের সৃজনশীল ভাবনা, চিন্তা-চেতনা ও কর্মই তার শিল্পগুণ আর লিখন শিল্পই হলো সাহিত্য। পৃথিবী এখন হাঁটছে মহাসঙ্কটের মাঝখান দিয়ে। বসন্তের না পাওয়ার ব্যথা ভুলে গিয়ে  নতুন বছরে মিলন হোক কলমের কালি দিয়ে।  এই লক্ষ্যে আপনাদের সাহচর্য পাথেয় করে প্রকাশিত হলো "সাহিত্য নয়ন"- এর প্রথম সংখ্যা। এই যে আত্মপ্রকাশ, এই যে গুটিগুটি পায়ে পথ চলা, আপনাদের নিরন্তর সাহচর্যে সমৃদ্ধ "সাহিত্য নয়ন"-এর এই যাত্রাপথ মসৃণ ও সুগম হোক। শুভকামনা রইল নতুন বছরের শুভারম্ভে।
                                                                                                                              
                                                              শুভেচ্ছান্তে------                                                   
                                  রাজেশ ভট্টাচার্য্য                 
 সম্পাদক, " সাহিত্য নয়ন "      

২টি মন্তব্য:

  1. Osadharon. Sompadokiyo j emon hote pare eta kolpona Kora Jay na. Amar dekha Sera sompadokiyo. Dhonyobad apnaderke. Egiye Jan. Joy houk ei shuvo procestar.

    উত্তরমুছুন
  2. আপনাদের সহযোগিতা, ভালোবাসা এবং ভালোলাগা আমাদের চলার পথের পাথেয়।

    উত্তরমুছুন